নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে মিলল দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা। এছাড়া মিলেছে স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। করোনা পরিস্থিতিতে এবার ৫ মাস ৪ দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। সর্বশেষ গত বছরের ২২ আগস্ট এসব দান সিন্দুক খোলা হয়েছিল।
আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়। এবার সবচেয়ে বেশি ১৪ বস্তা টাকা হয়েছে। এছাড়া পাওয়া গেছে স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। প্রথমে দান সিন্দুক থেকে টাকা বস্তায় ভরা হয়। পরে বস্তা খুলে শুরু হয় টাকা গণনার কাজ। সারাদিন টাকা গণনার পর সন্ধ্যায় গিয়ে গণনা শেষ হয়।
এর আগে সকালে পাগলা মসজিদ কমিটিরি সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম পাগলা মসজিদের টাকা গণনার কাজ পরিদর্শন করেন। সর্বশেষ গত বছরের ২২ আগস্ট দান সিন্দুক থেকে এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা পাওয়া যায়।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, উবায়দুর রহমান সাহেল, জুলহাস হোসেন সৌরভ মোঃ ইব্রাহিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
টাকা গণনায় বিভিন্ন মসজিদ মাদ্রাসার ৬০জন ছাত্র-শিক্ষক ছাড়াও রুপালী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।