স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাতে মো. শাহজাহান (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান ধনকিপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে।
জানা যায়, সকাল ৮টার সময় খাবার খেয়ে চাতল বিলে মাছ ধরতে যায় শাহজাহান। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ায় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যর খোঁজাখুজি করে না পেয়ে বিলে যায়। সেখানে গিয়ে বিলের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খাবার খেয়ে বিলে মাছ ধরতে যায় শাহজাহান। পরে দুপুরে বাড়িতে খেতে না আসায় পরিবারের লোকজন বিকেলে বিলের পাড়ে গিয়ে শাহজাহানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নাই।
উল্লেখ্য, এর আগে কিশোরগঞ্জে হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইন্দ্রজিত দাস (৩০), স্বাধীন মিয়া (১৪) ও ফুলেছা বেগম (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের জতীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিৎ দাস (৩০) হাওরে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতের আঘাতে ইন্দ্রজিৎ দাস নিহত হোন। দুপুরে আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) খয়েরপুর হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বজ্রপাত শুরু হলে তিনি মারা যান।
অন্যদিকে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে ধানের খেড় ঢাকতে গেলে বজ্রপাতে মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬৫)’র বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ও মিঠামইন থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।