কটিয়াদিতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুজ্জামান সেলিম আর নেই

0

মিজানুর রহমানঃ

কিশোরগঞ্জের কটিয়াদী’র ডাঃ আবদুল মান্নান মহিলা কলেজের সহকারী অধ্যাপক, সুকুমার রায় আবৃত্তি পরিষদের সভাপতি, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব, আবৃত্তিকার, নন্দিত উপস্থাপক, বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব, মোঃ শামছুজ্জামান সেলিম আর নেই।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট ও পেটে ব্যথা জনিত কারণে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টা ৫মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় মেয়ে সুমাইয়া সেলিম সামান্তা গালর্স আইডিয়াল কলেজে অনার্স ৩য়বর্ষ ও ছেলে মোঃ সাজিদ কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি বিজ্ঞান শাখায় অধ্যয়নরত।আজ ২৯ এপ্রিল শুক্রবার কটিয়াদী কলা মহল দরগাহ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে সামাজিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশেই তাকে চিরসায়িত করা হয়।

আবৃত্তি ও বাচিক শিল্পী তৈরী করার জন্য তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কিশোর কিশোরী ক্লাব কটিয়াদী পৌরসভার আবৃত্তি শিক্ষক পেশায় নিয়োজিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, উপজেলা প্রশাসন, অধ্যক্ষ, ডাঃ আবদুল মান্নান মহিলা কলেজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

Share.