কটিয়াদীতে ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে গচিহাটা পল্লী একাডেমীর উদ্যোগে “ক্লাব কাপ” ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গচিহাটা কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।

খেলায় ব্ল্যাক মাম্বা বনাম ভূইয়া ফুটবল একাডেমী অংশ গ্রহণ করে। ফুটবল ম্যাচ দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার ফুটবল প্রেমি দর্শক মাঠের দুপাশে উপচে পড়ে। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইবেকারে। এসময় ভূঁইয়া ফুটবল একাডেমী ৫-৪ গোলে ব্ল্যাক মাম্বাকে পরাজিত করে। খেলায় কিশোরগঞ্জের সাবেক সিভিল সার্জন ডাঃ মো. শহীদুল্লাহ, বাজিতপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, গচিহাটা পল্লী একাডেমীর প্রধান শিক্ষক জাকিয়া বেগম উপস্থিত ছিলেন।

Share.