কটিয়াদীতে চতুর্থ পর্যায়ে ১৩ জন ভূমিহীনের হাতে নতুন ঘরসহ ভূমির দলিল হস্তান্তর

0

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সারা দেশের ন্যায় ১৩ জন ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ ও ভূমি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম। এ সময় মিলনায়তনে ভূমিহীন উপকারভোগী, স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার, গন্যমান্য ব্যক্তি, গণমাধ্যম কর্মী উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী উদ্বোধনের পর অতিথিবৃন্দ উপকার ভোগী ভূমিহীনদের হাতে নতুন ঘরসহ ভূমির দলিল হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, কটিয়াদী উপজেলাকে ২০২২ সালের ২১ জুলাই গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। তথাপি ১৩ জনের গৃহ নির্মাণ অসম্পূর্ণ থাকায় হস্তান্তর করা সম্ভব হয়নি। এখন নির্মাণ কাজ শেষ হওয়ায় অবশিষ্ট ১৩ জনের হাতে ঘরসহ ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে।

Share.