স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শিমুহা দিঘীরপাড় গ্রামের বাসিন্দা আজিজুল হক পেশায় ব্যাংকার, স্ত্রী নাসরিন সুলতানা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তাদের অভিযোগ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিবেশী সোহেল খন্দকার (৪৫), সেলিম খন্দকার (৪৮) ও রওশন খন্দকার (৬৫) এর সাথে বিরোধ চলে আসছে।
এরই জেরে গত ৮ জানুয়ারি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের সময় উপরোল্লেখিত অভিযুক্তদের নেতৃত্বে হক মিয়া খন্দকার (৫৫) সোহাগ খন্দকার (২৮) সিরাজ খন্দকার (৬৩) সাবজাল খন্দকার (২০) ফরহাদ খন্দকার (৩৪) সেলিম মিয়া (৩৫) খোকন মিয়া (৪৫) হাসান আলী (৫০) মতিন মিয়া (৫০) চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সীমানা প্রাচীর ভাঙচুর ও মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন আজিজুল হক।
লিখিত বক্তব্যে আজিজুল হক আরো বলেন, অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তা দাবি করেন। এসময় ভুক্তভোগীর মা আঙ্গুরা খাতুন, স্ত্রী নাসরিন সুলতানা, আত্মীয় মাহাবুব আলম হৃদয়, প্রতিবেশী আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলে।