কটিয়াদীতে চাঁদা না পেয়ে প্রবাসীর ওপর হামলা; সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন

0
স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে উমর ফারুক (৩২) নামে এক প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকার শত শত নারী পুরুষ এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ রোববার (১৪ মার্চ ) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের উপজেলার ঘিলাকান্দি পাঁচলগোটা নামকস্থানে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সন্ত্রাসীদের হামলার শিকার প্রবাসী  ওমর ফারুকের পিতা সিরাজুল ইসলাম বাবলু, আ’লীগ নেতা মাহবুব আলম, বনগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার রুবেল মিয়া প্রমুখ। বক্তারা এলাকার চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, গরু চুরির সাথে জড়িত ও চিহ্নিত সন্ত্রাসী প্রবাসী ওমর ফারুকের ওপর হামলাকারী মামুন, অপু, দিপু ও সাবান আলী গংদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান।
উল্লেখ্য প্রবাসী মো. ওমর ফারুক  চার মাস পূর্বে দুবাই থেকে দেশে এসে কিছু জায়গা জমি কিনেন। সেই থেকে সন্ত্রাসীরা ওমর ফারুকের নিকট মোটা অংকের চাঁদাদাবী করে আসছিল। কিন্তু চাঁদা না দেয়ায় গত ৫ মার্চ শুক্রবার দুপুরে প্রকাশ্য দিবালোকে লোহার রড দিয়ে পিটিয়ে ওমর ফারুককে মারাত্মক ভাবে জখম করে। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে তার পিতা সিরাজুল ইসলাম বাবলু বাদী হয়ে ১০জনকে চিহ্নিত ও ৩-৪জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে গত ৯ মার্চ কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
Share.