স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক বিজিবি সদস্য নূরু মিয়া (৬৫) কে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নূরু মিয়া পৌর সদরের কামারকোনা মহল্লার মৃত বেলায়েত হোসেনের ছেলে। রোববার দুপুরে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, পৌর এলাকার কামারকোনা মহল্লায় নূরু মিয়া বাড়ি নির্মান কাজ করছিলেন। এসময় তার বোনের মেয়ে নূরুন্নাহার ২ শতাংশ জমি দাবি করেন। নূরু মিয়া জমি দিতে অস্বীকার করায় আজ রোববার দুপুরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল, জুয়েল ও দেলোয়ারসহ অন্তত ৩০ জনের একটি দল নুরুন্নাহার নেতৃত্বে নূরু মিয়ার বাড়ি নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার হ্যামার দিয়ে নূরু মিয়ার বুকে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে আজ নূরু মিয়ার বাড়িতে যায় লোকজন। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।