স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ত্রিমুখী সংঘর্ষে মোঃ মাসুদ রানা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রানা কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মোঃ মোতালেব মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মাসুদ রানা বানিয়াগ্রাম বাজার থেকে মোটরসাইকেল যোগে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে তেলবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান।