প্রতিনিধি কটিয়াদীঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে রক্তদান সমিতি’র উইমেন ইউনিটের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮মার্চ ) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উইমেন ইউনিটের সংগঠক ও ভুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীমা আক্তার রৌজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার।
উইমেন ইউনিটের সদস্য ও আবৃত্তিশিল্পী রুবাইয়াত তাজবীন মীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক শ্যামলী রায় কাকলী, কটিয়াদী সরকারি কলেজের প্রভাষক নিলুফা ইয়াসমিন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাদেকা সুলতানা, বাগরাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবি মাশহুদা খানম, কবি ও নারী সংগঠক বেবী মোস্তফা, নারী নেত্রী কোহিনূর বেগম, ইউপি সদস্য রুপা আক্তার, স্বাস্থ্য সহকারি তাসলিমা আক্তার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নুরুন্নাহার লিপি, ইমরানা আহমেদ, নাসরিন আক্তার, ইয়াসমিন আক্তার, তাসমিয়া ইমরোজ শ্রাবণী, অপর্ণা সাহা, রুম্পা সাহা, তানিয়া আক্তার, রেশমা, তানজীমা সুলতানা, সিলভিয়া তমা, পূজা সাহা, নিকিতা সাহা, জান্নাতুল শাম্মী, মৈথিলী সাহা, স্বর্ণা সাহা, বৃষ্টি, জান্নাত, জান্নাতুল মাওয়া, অর্পিতা সাহা, স্নেহা সাহা, ইয়াসমিন, হ্যাপী প্রমূখ।
বক্তারা বলেন, ‘আমরা কোথাও নিরাপদ নই। আমাদের নিরাপত্তা নিশ্চিতে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকসহ সমাজের অনৈতিক কর্মকান্ডের চর্চা বন্ধ করতে হবে। সর্বোপরি নারী বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষের এগিয়ে আসা উচিত।’ এছাড়াও কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।