প্রতিনিধি কটিয়াদীঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে রক্তদান সমিতি’র উইমেন ইউনিটের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উইমেন ইউনিটের উপদেষ্টা ও ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক কবি দীপা বর্মনের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।
উইমেন ইউনিটের সংগঠক তাসমিয়া ইমরোজ শ্রাবনীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক রাহেলা খাতুন, মোমেনা খাতুন, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, নাহিদা আক্তার তিথি, আঁখি আক্তার।
এতে অন্যদের মাঝে নাট্যকর্মী মাহবুবুর রহমান, ছাত্রনেতা হাসান তারেক বাপ্পী, ফুয়াদ হাসান তারেক, উইমেন ইউনিটের সদস্য বৃষ্টি আক্তার, ফারজানা আক্তার, সামিয়া ইসলাম ঋজু, তিথি, তামান্না, রোকসানা, সুরাইয়া, হামিদা, শারমিন, ঋতু, জ্যোতি, নাসরিন, তমা, তানজীনা, রিমা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা অত্যন্ত জরুরী। সমতা নিশ্চিতে নারী-পুরুষ উভয়েরই ভূমিকা রাখতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিতে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকসহ সমাজের অনৈতিক কর্মকা-ের চর্চা বন্ধ করতে হবে। সর্বোপরি নারী বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষের এগিয়ে আসা উচিত।