কটিয়াদীতে প্রদীপ জ্বালিয়ে সীতাকুণ্ডে নিহতদের শ্রদ্ধা ও স্মরণ

0

প্রতিনিধি কটিয়াদীঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রদীপ জ্বালিয়ে সীতাকুণ্ডে নিহতদের  শ্রদ্ধা ও স্মরণ করেছে  দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্র। বুধবার (৮ জুন) সন্ধ্যা ৭টায় শহীদ মিনারে এ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করে তারা।

এতে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈম, সাধারণ সম্পাদক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক সাকিবুল হাসান সোহাগ, ছাত্রনেতা হাসান তারেক বাপ্পী, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, প্রশান্ত বিশ্বাস, নবজিৎ সাহা, বিশাল সাহা, আজমল হক রাফি, কাওসার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈম বলেন, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে সমগ্র দেশ শোকে বিহ্বল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এবং জাতীর সেসব শ্রেষ্ঠ সন্তান যারা উদ্ধার কার্যক্রম ও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আত্মত্যাগ করেছেন তাদের সম্মান জানাতে এই প্রদীপ প্রজ্জ্বলন। যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনাটি খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না।

দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক জিসান আজাদ বলেন, সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা শোকাহত। যারা জীবন হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাঁড়াতে সরকারসহ সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি। কি কারণে এ দুর্ঘটনা তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইলো।

Share.