কটিয়াদীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0

প্রতিনিধি কটিয়াদীঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘এসো খেলা করি, মাদকমুক্ত স্বদেশ গড়ি’ স্লোগানে অধ্যক্ষ মোজাফ্ফর উদ্দিন আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকালে ঐতিহ্যবাহী কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে আব্দুল ওয়াহাব আইন উদ্দিন একাদশ ও শামসুজ্জামান সেলিম একাদশ।

অধ্যক্ষ মোজাফ্ফর উদ্দিন আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল। এ সময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনীল সূত্রধর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবীব সাধু, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামূল হক বাবু, তরুণ উদ্যোক্তা মাসুম জুবায়ের, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ আকন্দ, পৌর কাউন্সিলর আরিফুল হাসান উজ্জ্বল, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারি মো. লিমন, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান সোহাগ, রক্তদান সমিতির সমন্বয় পর্ষদ সদস্য আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, অলি উল্লাহ শামীম প্রমূখ উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচানায় ছিলেন মোশাররফ হোসেন ও আজিজুর রহমান। ধারা বর্ণনা করেন শাহরিয়ার হোসেন রিপন ও আনোয়ার হোসেন হিমন।

দু’দল দুর্দান্ত খেললেও হেরে যায় আব্দুল ওয়াহাব আইন উদ্দিন একাদশ। আর ৩-১ গোলে জয় পায় শামসুজ্জামান সেলিম একাদশ। খেলার ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত দু’দলের খেলোয়াড়রা দারুণ খেলেছেন এবং সমর্থকেরাও দারুণ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, এ প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়। খেলোয়াড়দের মধ্যে ভাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে। একই সঙ্গে এ ধরণের কর্মকান্ড যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে। তাই মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ভবিষ্যতেও এ ধরণের প্রয়াস অব্যাহত রাখতে হবে।

অধ্যক্ষ মোজাফ্ফর উদ্দিন আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক বদরুল আলম নাঈম বলেন, উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি ফুটবল একাডেমি চালু করতে পারলে বিভিন্ন বয়সী তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কোর্স চালু করা যেতো। কোর্সের মাধ্যমে তরুণদের দক্ষ ফুটবলার হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে খেলার মাঠ সরব থাকবে; পাশাপাশি মাদকের করাল গ্রাস থেকেও যুবসমাজকে দূরে রাখা যাবে।

এদিকে ম্যাচে শামসুজ্জামান সেলিম ফুটবল একাদশের পক্ষে ১টি করে গোল করেন মাহিদ, মাসুম ও মুন্না। অপর দিকে আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ফুটবল একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন রোবেল। ম্যাচ শেষে বিজয়ী ও বিজেতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share.