কটিয়াদীতে বিশ্ব বই দিবসে ‘বই আড্ডা’

0

প্রতিনিধি কটিয়াদীঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে বিশ্ব বই দিবস-২০২১ উপলক্ষে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে শুক্রবার বিকালে বই আড্ডা অনুষ্ঠিত হয়।

দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় আড্ডায় ভার্চুয়্যালি অংশগ্রহন করেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) তরফদার মো. আক্তার জামীল, গ্রন্থাগার সংগঠক আবদুর রহমান রুমী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম, উপজেলা পাবলিক লাইব্রেরীর সদস্য সচিব প্রভাষক শামসুজ্জামান সেলিম, জেলা বন সম্প্রসারন কেন্দ্রের রেঞ্জ অফিসার কবি হারুন অর রশিদ, লেখক ও গবেষক ফয়সাল আহমেদ, আলোর ভুবন পাঠাগারের সভাপতি কবি আব্দুল্লাহ আল মামুন।

অন্যদের মাঝে অংশগ্রহণ করেন আমান উল্লাহ, মাহবুবুর রহমান, নন্দন বিশ্বাস, সাব্বির আহমেদ, ফুয়াদ হাসান আদর, সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, অলি উল্লাহ শামীম, পূজা সাহা, রোবেল সাগর, হাসিব আল মাহমুদ রাস্কি, সাকিবুল হাসান, কাওসার রানা, আব্দুল্লাহ আল মাসুম, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ হাসিব প্রমূখ।

আড্ডায় বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। বর্তমান সময়ে বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিশু-কিশোর ও যুবকদের দূরে রাখতে বই পড়ার বিকল্প নেই উল্লেখ করে করোনাকালীন সময়ে বেশি বেশি বই পড়ার অভ্যাস করার আহ্বানও জানানো হয়।

Share.