মিজানুর রহমানঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১৮ই অক্টোবর সোমবার সকাল ১০টা ৩০মিনিটে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা:মুশতাকুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুকশেদুুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসরাফিল মিয়া, বাংলাদেশ প্রেস ক্লাব কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক মাসুদুল ইসলাম সবুজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক হারুনুর রশিদ, আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ফকির প্রমূখ। অনুষ্ঠান শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে কেক কাটা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হয়।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুকশেদুল হক বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তালের চারা বিতরণ করেন।
এসময় বক্তারা শেখ রাসেলের হত্যাকারীদের বিচার দাবি সহ বাংলাদেশকে একটি শিশুর বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।