কটিয়াদীতে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি পরিদর্শনে প্রতিমন্ত্রী

0

এম এ কুদ্দুছ, (কিশোরগঞ্জ) কটিয়াদীঃ
বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা মসূয়া জমিদারবাড়ি পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বুধবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে ঐতিহাসিক জরাজীর্ণ বাড়িটি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ইতিহাস ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ জমিদার বাড়িটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, ইউএনও জ্যোতিশ্বর পাল, ওসি এস এম শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

বর্তমানে জরাজীর্ণ এই বাড়িটি সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে আছে। উল্লেখ্য এই বাড়িতেই জন্ম গ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতামহ প্রখ্যাত শিশুসাহিত্যিক উপন্দ্রে কিশোর রায় এবং সত্যজিৎ রায়ের পিতা ছড়াকার সুকুমার রায়।

Share.