কটিয়াদীতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0

মিজানুর রহমানঃ

কিশোরগঞ্জ জেলার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা আহবায়ক ও সাংবাদিক, ওবায়দুল্লাহ আকন্দ ভুবনের উপর দ্রুত মামলায় জামিন প্রাপ্ত আসামীগনের অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবীতে কটিয়াদী উপজেলার পাঁচগাতি চৌরাস্তার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ এপ্রিল সন্ধ্যায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখা।

এসময় মানবাধিকার কর্মীগন এই ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি গাজীপুর জেলার পরিচালক রহিমা বেগম, সহকারি পরিচালক শেখ আনোয়ারা খানম বন্যা রাণী। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক মামুন ভূইয়া, আবদুল খালেক সরকার রাজু, সাংবাদিক এখলাস উদ্দিন, মানবাধিকার কর্মী কটিয়াদী পৌর সবার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুজ্জামান উজ্জল, মোজাম্মেল হক, কটিয়াদী উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোতালিব হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, গত ৩০ এপ্রিল রাত ৮ টার দিকে একটি ডাকাতি ও অপহরণ মামলার আসামিরা মানবাধিকার কর্মী ও সাংবাদিক, ওবায়দুল্লাহ আকন্দ ভূবনকে উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া মোড়ে মোবাইল ফোনে ডেকে এনে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে টাকা ছিনিয়ে নেয় । এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে । এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয় । মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা দায়ের করা হয়। আসামিরা হলেন নিশাদ মিয়া, আরফিন, হাসু মিয়া, হাদিউল ইসলাম ও দুলাল মিয়া। ০২ মে মামলার তালিকাভুক্ত আসামি হাদিউল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ ।

সাংবাদিক ওবায়দুল্লাহ আকন্দ ভূবন জানান, কিছু দিন পূর্বে অপর একটি ডাকাতি ও অপহরণ মামলার আসামি হাসু মিয়াকে পুলিশ গ্রেফতার করলে আমি থানায় তার ছবি উঠিয়ে ছিলাম। এ মামলা থেকে আসামিরা জামিনে এসে ক্ষীপ্ত হয়ে আমার উপর উপর হামলা করে মারপিট , টাকা ছিনিয়ে নেয় এবং সাংবাদিকতার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে ।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা কাজী মাহফুজ হাসান সিদ্দিকী জানান, হামলার ঘটনায় কটিয়াদী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি হাদিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে ।

Share.