কটিয়াদীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করনীয় সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

মিজানুর রহমানঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে রবিবার সন্ধ্যায় বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন, কটিয়াদী হাইওয়ে থানা সিলেট রিজিয়নের আয়োজনে, বানিয়াগ্রাম মটর মালিক ও ড্রাইভার একতা সমিতির সহযোগিতায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করনীয় সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াগ্রাম মটর মালিক ও ড্রাইভার একতা সমিতির সভাপতি মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় ও সমিতির প্রধান উপদেষ্টা ওবায়দুল্লাহ আকন্দ ভুবনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, রেজাউল করিম শিকদার ভাইস চেয়ারম্যান কটিয়াদী উপজেলা পরিষদ, মোঃ তৌফিকুল ইসলাম অফিসার ইনচার্জ কটিয়াদী হাইওয়ে থানা, মতিউর রহমান মতি চেয়ারম্যান ৬ নং আচমিতা ইউনিয়ন পরিষদ, এডভোকেট একে এম শফিকুল ইসলাম এপিপি কিশোরগঞ্জ জজ কোর্ট, মোশাররফ হোসেন বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি আচমিতা ইউনিয়ন আওয়ামীলীগ শাখা, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আচমিতা ইউনিয়ন শাখা, একে এম মোর্শেদ সজিব সাংগঠনিক সম্পাদক আচমিতা ইউনিয়ন শাখা, মোঃ ফারুক সভাপতি আচমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবলীগ। মোঃ ইসমাইল সাধারণ সম্পাদক বানিয়াগ্রাম মটর মালিক ও ড্রাইভার একতা সমিতিসহ সমিতির সকল সদস্য ও মোটরযানের ড্রাইভার, কন্টাক্টার ও শ্রমিক সংগঠনের শ্রমিকবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় কটিয়াদী হাইওয়ে ইনচার্জ মোঃ তৌফিকুল ইসলাম বক্তব্যে বলেন – সড়ক দুর্ঘটনা প্রতিরোধ চালকদের পাশাপাশি পদযাত্রীদেরও সচেতনতা অবলম্বন করতে হবে, হাইওয়ে রাস্তার পাশে অবৈধ স্থাপনা করা যাবেনা। মোটরসাইকেল আরোহীদের কে বাধ্যতামূলক হেলমেট ব্যবহার করতে হবে, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালনা থেকে বিরত থাকতে হবে, মনে রাখতে হবে দ্রুত বাড়ি প্রচার চেয়ে নিরাপদে বাড়ি পৌঁছা অনেক উত্তম, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আসুন আমরা সকলে ট্রাফিক আইন মেনে চলি।

Share.