করিমগঞ্জে আগুনে পুড়ল ১৮ ঘর

0

স্টাফ রিপোর্টারঃ

করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী কদমতলী গ্রামে আগুন লেগে ৮ টি পরিবারের ১৮ টি ঘর পুড়ে গেছে। রবিবার ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই রাতে আগুনের সূত্রপাত ঘটে এসময় একে একে ১৮ টি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোবারক আলী জানান, আগুন নিয়ন্ত্রণে একটি ইউনিট কাজ করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share.

About Author