করিমগঞ্জে বিদেশীদের খেলা দেখতে মাঠে হাজারো দর্শক

0

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার (৫ আগষ্ট) বিকেলে করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঁইয়ার আয়োজনে হাজারো দর্শকের উপ‌স্থি‌তি‌তে এই প্রী‌তি ফুটবল ম্যাচ অনু‌ষ্ঠিত হয়।

খেলায় করিমগঞ্জ উপজেলা বনাম তাড়াইল উপজেলা একাদশ মুখোমুখি হয়। খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলা শুরুর আগেই দর্শকে প‌রিপূর্ণ হয়ে ওঠে মাঠসহ স্কুলের ছাদ ও গাছগাছা‌লি। অনেকেই বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সেলফি তুলে ক্যামেরাব‌ন্দি করেন প্রিয় মুহূর্ত।

জানা‌ গেছে, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঁইয়া। খেলায় করিমগঞ্জ উপজেলা বনাম তাড়াইল উপজেলা একাদশ মুখোমুখি হয়। দুই দলেই নাইজেরিয়া, সেনেগাল ও আফ্রিকান খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। দুপুর থেকেই দলবেঁধে জেলার বিভিন্ন স্থান থেকে দর্শকরা খেলা দেখতে মাঠে আসেন। মাঠের চারপাশের ভবন, ছাদ, গাছে বসে দর্শকদের খেলা উপভোগ করতে দেখা যায়।

মাঠে খেলা দেখতে আসা ৬০ বছর বয়সী মতি মিয়া জানান, আজকে মাঠে এসে আগেই সেই দিনের কথা মনে পড়েছে। আগে খেলা হলেই মাঠে মানুষের উপস্থিতি চোখে পড়ারমতো ছিল। এখনতো ছেলেরা মাঠে খেলাধুলা করে না, সবাই মোবাইল নিয়ে ব্যস্থ। যুবক শাহরিয়ার আলম জানান, যুবসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে এমন খেলাধুলা আয়োজন নিয়মিতই করতে হবে। আজকে মাঠের দর্শকদের উপস্থিতির ৭০ ভাগই তরুণ-যুবক। করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসেম দিপু জানান, এখন তো আগের মতো আর খেলা হয় না। আজকে আমাদের করিমগঞ্জ-তাড়াইলের অভিভাবক স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঁইয়া বিদেশি খেলোয়াড়দের খেলতে এনেছেন তাদের খেলা দেখতে হাজারো মানুষ মাঠে উপস্থিত হয়েছে। দুই দলের খেলাই আমাদের ভালো লেগেছে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঁইয়া জানান, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আধুনিক রূপকার। উনার নাম শুনলে ক্রীড়া প্রমি দর্শক পঙ্গপালের মতো ছুটে আসে। শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তাই তর জন্মদিনে তাকে স্মরণ করেই আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। খেলায় স্থানীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি বেশ কিছু ফুটবলার তাদের নয়পূর্ণ প্রদর্শন করেছে। মাঠে হাজার দর্শক ছুটে এসেছেন। স্থানীয় দর্শকরা অনেকদিন পর জমজমাট একটি ফুটবল ম্যাচ দেখে তারাও আনন্দিত।

Share.