স্টাফ রিপোর্টারঃ
“ভিক্ষাবৃত্তি জীবন নয়, জীবন হোক কর্মময়” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সকালে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন মাই২৪ বিডিকে জানান, ভিক্ষুকদের পূর্নবাসন করার লক্ষ্যে আজ ২৮ নভেম্বর (শনিবার) ১৪জন ভিক্ষুককে গরু, ছাগল, হাঁস-মুরগী, মুদি দোকান, রিক্সা, ভ্যান প্রদান করা হয়।
এদের মধ্যে একজনকে গরু, দুইজনকে ছাগল, একজনকে হাঁস-মুরগী, তিনজনকে মুদি দোকান নির্মান ও মালামাল প্রদান, চারজনকে রিক্সা, দুইজনকে ভ্যান দেওয়া হয়।
সরকারি অর্থের মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের সেই সহযোগীতা পাওয়ার পর যেন তারা আবারো ভিক্ষাবৃত্তিতে না আসতে পারে সেই লক্ষ্যে তাদের তদারকির জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়েছে। সরকারের সকল ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে সকল ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে ভিডিপি কার্যক্রমের মাধ্যমে ৮৬জন মহিলা ভিক্ষুককে নিবন্ধন করানো হয়েছে।
ইউ এনও তসলিমা নুর আরো বলেন, ভিক্ষুক পুনর্বাসন করার লক্ষ্যে আগামীকাল ২৯ নভেম্বর (রবিবার) ১৪ জনকে আমার বাড়ি আমার ঘর প্রকল্পের আওতায় সদস্য করা হবে এবং প্রত্যেকেই যেন প্রতি মাসে দুইশত টাকা জমা রাখতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। এক বছর পর পুনর্বাসিত ভিক্ষুক তার প্রয়োজন অনুযায়ী সরকারের সকল সুযোগ সুবিধার মাধ্যমে লোন নিয়ে যেন স্বাবলম্বী হতে পারে।