করিমগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদন্ড

0

স্টাফ রিপোর্টারঃ
যৌতুকের জন্য, স্ত্রীকে হত্যার দায়ে কিশোরগঞ্জে স্বামীসহ তিনজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সকালে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, স্বামী খোকন মিয়া, ননদ জরিনা খাতুন ও তাদের নিকটাত্মীয় জালাল মিয়া।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জের গোজাদিয়া পাথারিয়াপাড়া এলাকায় ২০১৫ সালে ৪ অক্টোবর রাতে যৌতুকের জন্য গৃহবধু হেনা আক্তারকে শ্বাসরোধ হত্যা করে আসামিরা। ঘটনার প্রায় ১১বছর আগে একই গ্রামের খোকন মিয়ার সঙ্গে বিয়ে হয় হেনা আক্তারের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য খোকন ও তার পরিবারের লোকজনের চাপে বেশ কয়েকবার বাবার কাছ থেকে টাকা এনে দিলেও শেষ পর্যায়ে টাকা দিতে অস্বীকার করলে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইকুল ইসলাম বাদী হয়ে স্বামীসহ ছয় জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন বিচারক। এসময় অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়।

Share.