স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ডিসেম্বর) বিকেলে উপজেলার চামটা বন্দরে সম্মেলনের আয়োজন করে সুতারপাড়া ইউনিয়ন কৃষক লীগ।
সম্মেলনে করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক এম.এ হানিফ, কায়সার আহমেদ লিংকন, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম, জেলা কৃষক লীগের সদস্য মোস্তাফিজুর রহমান কাঞ্চন ও এহসানুল হক ফারুক, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল হক কামাল প্রমুখ।
সম্মেলনে বজলুর রহমানকে সভাপতি ও জামাল মিয়াকে সাধারণ সম্পাদক এবং তৌফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।