স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ইয়াব ট্যাবলেট ও মোবাইলসহ মোঃ শাহীন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উপজেলার করিমগঞ্জ ফিলিং স্টেশন এলাকা থেকে ৪৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী শাহীন সদর উপজেলার যশোদল বাবুন্দিয়া গ্রামের মোঃ চান মিয়ার ছেলে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।
আসামী শাহীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।