স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার মোলামখারচর গুনাবাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, সত্তর পিস ইয়াবা ট্যাবলেট, তিন হাজার তিনশত টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো করিমগঞ্জ উপজেলার মোলামখারচর এলাকার মৃত আঃ কাদিরের ছেলে মোঃ কামাল (৩৫) ও জাহিরাবাদ এলাকার মোঃ লাল মাহমুদের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪০)।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বি এন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয় বিক্রয়ে বিষয় জানার পর তাদের উপর র্যাবের গোয়েন্দা নজরদারি চালানো হয়। সত্যতা পাওয়ায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।