স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বন্ধের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগের একাংশের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, তৃণমূল স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করার লক্ষ্যে সেপ্টেম্বর মাসকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। তারই ধারাবাহিকতায় করিমগঞ্জের ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নেতারা তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করে রাখা নেতাদের বাদ দিয়ে কোন প্রকার পরামর্শ না করে আগামী ১ ডিসেম্বর সম্মেলন করার উদ্যোগ নিয়েছে। এতে করে ত্যাগী নেতাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নেতারা সম্মেলন বন্ধের দাবি জানান।
এসময় জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল উদ্দিন ফকির, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।