নিজস্ব প্রতিবেদকঃ
করোনা মহামারীতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ব্যতিক্রম দেখা গিয়েছে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার পৌর শহরের বত্রিশ এলাকায়। সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বত্রিশ পৌর মহিলা কলেজ রোডে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষর্থীদের পাঠদান চলছে।
স্বাস্থ্যবিধি না মেনেই শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। কোনো শিশু শিক্ষার্থীর মুখে ছিল না মাস্ক। এমনকি প্রতিষ্ঠানের শিক্ষকরাও মাস্ক ব্যবহার না করেই ক্লাস নিচ্ছেন। ছিল না হাত ধোয়ার সাবান, পানির ব্যবস্থা বা হ্যান্ড স্যানিটাইজার। সামাজিক দ‚রত্ব কী, তারা যেন বোঝেই না।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে নিজেদের খেয়াল খুশিমতো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পাঠদান শুরু করেছেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। এবিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেয়া হয়েছে। তারপরও কাজের কাজ কিছুই হচ্ছে না। অভিভাবকরা বলেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কঠোর নির্দেশনার কারণে করোনার মধ্যেও বাচ্চাদের স্কুলে নিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা।
অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মামুন আরেফীন মাহবুবের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা উদ্দেশ্য প্রনোদিত। বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য এই অভিযোগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ে কোন প্রকার পাঠদান কার্যক্রম হচ্ছে না। বর্তমানে ভর্তি কার্যক্রম চালানো হচ্ছে। সরকারের সকল নির্দেশনা মানা হচ্ছে বলে জানান তিনি।
সরকারের নির্দেশনা না মেনে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে শিক্ষর্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করার বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসক বরাবর স্থানীয় একজন অভিযোগ দিয়েছেন বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং এ প্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
চার তলা একটি ভবন ভাড়া নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড স্কুল এন্ড কলেজটি। স্কুলটিতে বর্তমানে ২০০ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক রয়েছেন।