নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। সেই সাথে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কিশোরগঞ্জ পৌর শহরের বিভিন্ন মোড়ে মাস্ক বিতরন ও মোবাইল কোর্ট পরিচলনা করা হয়েছে। এসময় ২১টি মামলাসহ মোট ৫ হাজার ২’শ ৫০টাকা আর্থিক জরিমানা করা হয়।
মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এসময় তারা বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণের শুরু থেকেই প্রতিনিয়ত সাধারণ মানুষকে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করা হচ্ছে। স্বাস্থ্য বিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এবং এ ধরণের সচেতনতা প্রোগ্রাম ও অভিযান অব্যাহত থাকবে।