ডেস্ক রিপোর্টঃ
করোনা মহামারিতে তৈরি সামাজিক ও অর্থনৈতিক অবনতি কারণে নারীর প্রতি সহিংসতা আরও বাড়ার আশঙ্কা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
আজ বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় এ আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বার্তায় মহামারির প্রভাবে নারীসহ সবার প্রতি সহিংসতা বন্ধে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
তিনি আরোও বলেন, আন্তর্জাতিক মহলের অবশ্যই সহিংসতার শিকার নারী ও কিশোরীদের কথা শোনা উচিত ও তাদের পাশে দাঁড়ানো উচিৎ। পাশাপাশি লিঙ্গ বৈষম্য রুখতে নারী নেতৃত্বের ওপরও জোর দেন তিনি।