করোনা ভাইরাসের টিকা নিলে পুরুষকন্ঠ পরিণত হতে পারে নারীকন্ঠেঃ ব্রাজিল প্রেসিডেন্ট

0

মাই ২৪ বিডি আর্ন্তজাতিক ডেস্কঃ

ফাইজার-বায়োএনটেকের টিকা নিলে মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে বা নারীর দাড়ি গজাতে পারে। এমনকি পুরুষকণ্ঠ নারীকণ্ঠেও পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকেই গুরুত্ব দেননি তিনি। মাস্ক না পরেই ঘুরে বেড়িয়েছেন সর্বত্র। মাস্ক পড়াতে আদালতের আদেশ পর্যন্ত দিয়েছেন। এবার করোনার টিকা নিয়েও বিদ্রুপ করছেন তিনি। খবর এএফপির।

স্থানীয় সময় গত বুধবার টিকাদান কর্মসূচি শুরু হয় ব্রাজিলে। বৃহস্পতিবার বলসোনারো বলেন, ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো দায় আমরা নেব না। যদি তুমি কুমিরে রূপান্তরিত হও, তাহলে সেটা তোমার সমস্যা।

টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে ইঙ্গিত করে তিনি বলেন, যদি তুমি অতিমানব হয়ে যাও, যদি নারীর দাড়ি গজাতে শুরু করে অথবা পুরুষ নারীদের গলায় কথা বলতে শুরু করে, তাহলে কিছু করার থাকবে না।

এ সময় নিজে টিকা নিবেন না বলেও ঘোষণা দেন ব্রাজিলের আলোচিত এ প্রেসিডেন্ট।

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭০ লাখের বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ৮৫ হাজার মানুষ।

Share.

About Author