স্টাফ রিপোর্টারঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন (৫৯) কে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (৪ নভেম্বর) বিকেলে যশোদল এলাকা থেকে র্যাব-১৪ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মোঃ আশরাফুল কবির সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন গত ৪ আগষ্ট সকাল ১১টায় পৌর শহরের গাংচিল রেষ্টুরেন্টের সামনে দলবেধে ছাত্র জনতার মিছিলে অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় কামরুল ইসলামসহ অনেক ছাত্র জনতা গুরুতর আহত হয়। পরে কামরুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা পলাতক থাকে। আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে মামলা হওয়ার পর থেকে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গ্রেফতারকৃত আসামী বদর উদ্দিন তদন্ত প্রাপ্তে সন্ধিগ্ধ হয়। এরপর তার অবস্থান নিশ্চিত করে র্যাব অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করে। তিনি দামপাড়া এলাকার মৃত আঃ হামিদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে গ্রেফতারকৃত আসামীকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।