মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবের নেতৃত্বে কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। এবারের জিসিসি সম্মেলনের প্রাক্কালে এই অবরোধ তুলে নেয়া হয়। ইতিমধ্যে সৌদির আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা শুরু করেছে কাতার।
এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি কাতার ও সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা কাতারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃত্তিতে বলেছেন, জিসিসি সম্মেলনের ফলে জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো ভালো হবে।
উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর আগে সন্ত্রাসবাদ সমর্থন ও অর্থায়নের অভিযোগে কাতারের ওপর অবরোধ আরোপ করা হয় সৌদি আরবের নেতৃত্বে।