কানাডায় বন্যা

0

নিউজ ডেস্কঃ
কানাডার ভ্যাঙ্কুভারে বন্যা এবং ভূমিধসে একজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে রেল যোগাযোগ। প্রবল বন্যার পানিতে তলিয়ে গেছে দেশটির দুটি বৃহত্তম রেল কোম্পানি কানাডিয়ান প্যাসিফিক রেল এবং কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে পরিচালিত প্রধান রুটগুলো।

ভ্যাঙ্কুভারের বন্দরের মুখপাত্র ম্যাটি পলিক্রোনিস বলেছেন, বন্যার কারণে ভ্যাঙ্কুভার বন্দর থেকে সমস্ত রেল পরিষেবা বন্ধ রয়েছে। ভ্যাঙ্কুভারের উত্তর-পূর্বে পেম্বারটনের কাছে মহাসড়কে ভূমিধসে একজন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে নিখোঁজদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। বন্যায় দেশটির পণ্য রপ্তানিও বিঘ্নিত হচ্ছে।

শহরের মুখপাত্র গ্রেগ লোইস বলেছেন , ভ্যাঙ্কুভারের প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে মেরিট শহরের কর্তৃপক্ষ নদীতে স্রোত বেড়ে যাওয়ায় আট হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারপরও অনেকেই এখনও তাদের বাড়িতে আটকে আছে।

সূত্র: রয়টার্স

Share.