নিজস্ব প্রতিবেদকঃ
একসময় কারাগার সর্ম্পকে মানুষের ভুল ধারণা থাকলেও বর্তমান সরকারের প্রচেষ্টায় উন্নয়নের মাধ্যমে কারাবন্দীদের যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। তাদেরকে আধুনিকতার পাশাপাশি প্রশিক্ষনের মাধ্যমে কারাবন্দী থেকে কর্মীতে রুপান্তরিত করতে সরকারের পক্ষ থেকে সকল চেষ্টা চালানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার (২৩ মে) সকালে কিশোরগঞ্জে করোনা আক্রান্ত কারাবন্দীদের চিকিৎসার জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগার-২, এ ২৮ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। সেই সাথে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও ফেনী কারাগারেরও উদ্বোধন করেন।
মন্ত্রী আরো বলেন, কারাগারের ভেতরে খরচের জন্য ‘বিকাশ’ ও ‘নগদে’ টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বন্দিদের মধ্যে করোনা যাতে না ছড়াতে পারে এজন্য তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। তারা ১০ মিনিট ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন। খাবারে পরিবর্তন আনা হয়েছে। আগের চাইতে খাবারের মান ভলো করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলাপরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিভিল সার্জন ডাঃ মো. মুজিবুর রহমান, জেল সুপার বজলুর রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।