স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র কাতিয়ারচরে আজ সোমবার সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উপ-পরিচালক এ কে এম জিয়াউল আলম ।
বিশেষ অতিথি, ঢাকা রেঞ্জের পরিচালক রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোস্তাক আহমদ।
কুচকাওয়াজের শুরুতে প্রধান অতিথি সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন এবং কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। মোট ২১২ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ড্রিলে প্রথম স্থান অর্জন করেন আব্দুর রহমান, ফায়ারিং এ মিনহাজ আলী, চৌকস প্রশিক্ষণার্থীর পুরষ্কার গ্রহণ করেন আ: রহমান ।
প্রধান অতিথি তার বক্তব্যে আশাবাদ ব্যাক্ত করেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান , মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে । সবশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের প্রদর্শিত বুথ্যান মার্শাল আর্টের মহড়া উপভোগ করেন।