কিশোরগঞ্জের হাওরে কৃষকদের জরুরি সহায়তা কার্যক্রমের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টারঃ
করোনাদুর্যোগে কিশোরগঞ্জের হাওরের কৃষকদের জন্য জরুরি সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দপুরে মিঠামইন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জরুরি সহায়তা প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ফ্যামিলি টাইস ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহযোগিতায় এক কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রেহানা পারভীনের পরিচালনায় এসময় উপস্থিত বক্তব্য রাখেন ফ্যামিলি টাইস কিশোরগঞ্জের নির্বাহী পরিচালক খজিস্থা বেগম জোনাকী, টেকনিক্যাল ডাইরেক্টও মনিরুজ্জামান মুকুল, প্রোগ্রাম ম্যানেজার মমতাজ বেগম মুমু প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শিক্ষক, সাংবাদিক ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা।

Share.