নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলা পর্যায়ে আইজিপি কাপ-২১ জাতীয় যুব কাবাডি বালক-বালিকা অনুর্ধ্ব-১৯ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আইজিপি কাপের উদ্বোধন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপি এম বার)।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও আইজিপি কাপ পরিচালনা উপকমিটির আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও আইজিপি কাপ পরিচালনা উপকমিটির সদস্য সচিব অণির্বাণ চৌধুরী। খেলায় জেলা পর্যায়ে ৪টি গ্রুপে মোট ১৩টি দল অংশ গ্রহণ করবে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার আলআমিন সবুজ।