স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে ৮ লাখ ৩০৫জন শিশুকে দেওয়া হবে হাম রুবেলা টিকা। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মো. মুজিবুর রহমান।
এসময় সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান জানান, হাম রুবেলা রোগের প্রকোপ থেকে সুরক্ষার জন্য হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী মোট ৮ লাখ এক হাজার ৩০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। আগামী শনিবার ১২ ডিসেম্বর থেকে জেলায় এই ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। তবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন পরিচালিত হবে না। জেলার দুর্গম এলাকা বিশেষ করে হাওর এলাকায় বিশেষ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ক্যাম্পেইনটি বাস্তবায়ন করা হবে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এসময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক মুকুল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হাম রুবেলার বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।