নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (২৬ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৩টি মামলাসহ ২৪ হাজার টাকা আর্থিক জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম।
এসময় সরকারের নির্দেশ অমান্য করে স্কুল খোলা রাখার অপরাধে পৌর শহরের উকিলপাড়া এলাকায় আলম ক্যাডেট একাডেমিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সরকারিভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া শহরের বটতলা এলাকায় মোটর সাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ৪ হাজার ৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।