কিশোরগঞ্জে আশা’র উদ্যোগে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসকের কাছে ৩৫০টি কম্বল হস্তান্তর করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ কম্বল গ্রহণ করেন।

এসময় আশা-ময়মনসিংহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ আব্দুল জলিল, কিশোরগঞ্জ সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার স্বপন কুমার আচার্য্য, সদর জেলার সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ কামাল উদ্দিন, বৌলাই ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার নাসির উদ্দিন, সদর-৩ ব্রাঞ্চের সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার স্বপ্না ভৈৗমিক, পুমদি’র সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মাহবুবুর রহমান, সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার সহিদুল ইসলাম ও কিশোরগঞ্জ এমএসএমই ব্রাঞ্চের ম্যানেজার রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, এ বছর দরিদ্র শীতার্ত মানুষের মাঝে আশা’র নিজস্ব অর্থায়নে ২৫ হাজার কম্বল বিতরণ করা হবে।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন, আশা বিভিন্ন ধরনের সামাজিক কর্যক্রমের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের পাশাপাশি এ ধরনের কার্যক্রম ধারাবাহিক অব্যাহত রাখতে পরার্মশ দেন।

Share.