কিশোরগঞ্জে আশ্রয়নপ্রকল্পের ৩৪ পরিবার পানিবন্দি

0

স্টাফ রিপোর্টারঃ
টানা দুইদিন ধরে মাঝারি থেকে ভারি বর্ষণে কিশোরগঞ্জ গুচ্ছগ্রামের ৩৪ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামের সড়কের পাশের ৩৪টি পরিবার পানিবন্দি জীবনযাপন করছেন।

জানা গেছে, ২০২২ সালের শেষ দিকে কিশোরগঞ্জে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামের ৩৪টি পরিবারের কাছে মুজিব শতবর্ষ উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়। রাস্তা থেকে এই ঘরগুলো নিচু জমিতে হওয়ায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়। টানা দুইদিন ধরে মাঝারি থেকে ভারি বর্ষণের কারণে ৩৪টি উপহারের ঘরে হাঁটুর উপরে পানি জমেছে। এতে ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে ৩৪টি পরিবার। শুকনো খাবার খেয়েই পার করছেন দিন।
জাহাঙ্গীর মিয়া নামের একজন জানান, আমাদের ঘরগুলো যদি রাস্তার লেভেল করে হতো তাহলে বৃষ্টির পানিতে তলিয়ে যেতো না। এখন বৃষ্টিতে আমাদের ঘরের খাট পানিতে তলিয়ে গেছে। এখানের অনেক পরিবারই পানির কারণে অন্য জায়গায় চলে গেছে। আমরা খুবই কষ্টের মধ্যে রয়েছি।
অলকা রানী সরকার নামে এক বাসিন্দা জানান, ঘরের যতো জিনিসপত্র রয়েছে সব পানিতে ভিজে গেছে। আমাদের অনেক গুলো মুরগী মারা গিয়েছে। গরু-ছাগল নিয়ে বিপদে আছি।
মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী জানান, যেখানে আশ্রয়ন প্রকল্পের এই ঘরগুলো তৈরি করা হয়েছে স্বাভাবিকভাবে এখানে পানি ওঠার কথা না। গত রাত থেকে একটানা ভারী বর্ষণের কারণে এলাকা ও মেইন রোডের মধ্যে পনি চলে এসেছে। এছাড়াও নিম্ন অঞ্চলগুলো সব ডুবে গিয়েছে। এ কারণে হয়তো আশ্রয়ন প্রকল্পেও পানি উঠেছে। বৃষ্টি কমলে পানি নেমে যাবে। পানি কমে গেলে ইউএনও এবং জেলা প্রশাসকের সাথে কথা বলে তাদেরকে সহায়তা দেওয়ার ব্যবস্থা করব।
Share.