স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে শীত মৌসুমে করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সচেতনাতমূলক ক্যাম্পেইন, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ১ ডিসেম্বর দুপুরে পৌর ব্যাটারী চালিত ইজিবাইক মালিক সমবায় সমিতির আয়োজনে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা, জেলা সমাজসেবার উপ-পরিচালক কামরুজ্জামান খান, কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি খালেকুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক উসমান গণি, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান সাহেল। পরে পথচারী ও দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ এবং বিভিন্ন গাড়ীতে সচেতনাতমূলক স্টিকার লাগানো হয়।