স্টাফ রিপোর্টারঃ
২০২১-২২ অর্থবছরে কিশোরগঞ্জের হাওর এলাকায় জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে জেলার ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এসময় হাওরের জীবন মান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, সাম্প্রদায়িক সম্প্রিতি, পারিবারিক বিরোধ ও বিভিন্ন গুজব সম্পর্কে ইমামদের ভূমিকা ও করণীয় সর্ম্পকে উদ্বুদ্ধ করা হয়।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মহসিন খানসহ বিভিন্ন উপজেলার ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপালগণ উপস্থিত ছিলেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											