খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,কিশোরগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্র স্থাপনের জন্য কিশোরগঞ্জ সদর উপজেলায় লতিফাবাদ মৌজায় অধিগ্রহনকৃত ০.৪০ একর ভূমির দখল আনুষ্ঠানিকভাবে বুধবার (২২ মার্চ) জেলা প্রশাসন কিশোরগঞ্জ কর্তৃক বাউবি কর্তৃপক্ষের নিকট হস্থান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলায় লতিফাবাদ মৌজায় আর এস খতিয়ান নম্বরঃ ১৬৯ আরএস দাগ নম্বরঃ ১৬৪৮ এ (বড়পুল এলাকায়) ০.৪০ একর ভূমির হুকুম দখল হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ হুমায়ুন আখতারের নিকট সার্কিট হাউজ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ভূমির দখল হস্তান্তর করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন কর্মকর্তা জনাব মোঃ সিরাজুল ইসলাম, বাউবি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মঞ্জুরুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড এস্টেট বিভাগের উপ-পরিচালক মোঃ হারুনুর রশীদ, ইঞ্জিনিয়ারিং এন্ড এস্টেট বিভাগের নির্বাহী প্রকেীশলী মোঃ শহীদুল্লাহ কায়সার, কাইছার,সহকারী একান্ত সচিব এবং কিশোরগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের কেন্দ্র প্রধান মোঃ আশরাফুল হাসান, সহকারী আঞ্চলিক পরিচালক উপস্থিত ছিলেন। ভূমির দখল হস্তান্তর অনুষ্ঠান শেষে উপস্থিত স্থানীয় প্রশাসনের সাথে উপাচার্য মহোদয় মতবিনিময় করেন। উপাচার্য মহোদয় ভূমির হুকুম দখলের মাধ্যমে বাউবি’র কিশোরগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হওয়ায় স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠান শেষে উপার্চায মহোদয় স্থানীয় প্রশাসনসহ সকলের সাথে মধ্যাহৃ ভোজে অংশগ্রহন করেন।
একই দিনে মাননীয় উপার্চায বাউবি, কিশোরগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্র পরির্দশন করেন এবং কর্মকর্তা,কর্মচারী,সমন্বয়কারী টিউটরদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগন উপার্চায মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।