কিশোরগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে ১৯ জনের মনোনয়ন দাখিল

0

স্টাফ রিপোর্টারঃ

আগামী ৮মে ১ম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কিশোরগঞ্জে ১৯জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সারাদেশে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিশোরগঞ্জে তিন উপজেলা কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া রয়েছে।

১ম ধাপে উপজেলা নির্বাচনে সোমবার (১৫ মে) ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলমের তথ্য মতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ১৯জন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ১৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা চেয়ারম্যান পদে কিশোরগঞ্জ সদর থেকে চারজন প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বৌলাই ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল আলম রয়েছেন। ভাইসচেয়ারম্যান পুরুষ পদে ১০জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করবেন।

হোসেনপুর উপজেলা থেকে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, ভাইস চেয়ারম্যান পুরুষ প্রকৌশলী আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী হয়েছেন।

পাকুন্দিয়া উপজেলা থেকে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, আওয়ামী লীগ নেতা এ কে এম দিদারুল হক, কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান, পাকুন্দিয়া উপজেলা যুব লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান চুন্নু, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মকবুল হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ ৪ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান ২ জন প্রার্থী হয়েছেন।

উল্লেখ্য, গত ২১ মার্চ নির্বাচন কমিশন প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তাখি সোমবার ১৫ এপ্রিল। বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ ৮মে।

Share.