স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলায় শুরু হলো মাসব্যাপী উশু প্রশিক্ষণ। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আল- আমিন সবুজ।
প্রশিক্ষণের আয়োজন করে উশু এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা। বাংলাদেশ উশু ফেডারেশন ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রশিক্ষণে বিভিন্ন বয়সের ৯০ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করবে।
যেখানে ৫৫ জন ছেলে এবং ৩৫ জন মেয়ে রয়েছে। কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় উশু কোচ আল আমিন। যেকোনো বয়সের ছেলে-মেয়ে সু-স্বাস্থ্য ও আত্মরক্ষায় এই প্রশিক্ষন নিতে পারে বলে জানান কিশোরগঞ্জ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি।