কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যামামলায় একজনের মৃত্যুদণ্ড

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলায় জসীম উদ্দিন (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দিয়েছে আদালত। আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নার্গিস ইসলাম এই রায় ঘোষনা করেন। এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জসীম উদ্দিনকে ৫ হাজার টাকা আর্থদ- দেওয়া হয়। এসময় আদালতে আসামীরা উপস্থিত ছিলেন।

মামলার বিরণে জানা যায়, সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের মনাকর্ষা গ্রামের নিহত বাচ্চু মিয়া ও জসীম উদ্দিন প্রতিবেশী হওয়ায় বাড়ির পাশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেড়ে ২০০৮ সালে ১৫ সেপ্টেম্বর বিকেলে মনকর্ষা এলাকায় বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। পরে বাচ্চু মিয়ার ভাই বাদী হারুন অর রশিদ বাদী হয়ে ছয়জনকে আসামী করে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পাঁচজনকে আসামী করে আদালতে চার্জশীট দেয় পুলিশ। মামলায় আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান ও রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাখাল চন্দ্র দে।

Share.