কিশোরগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টারঃ
আজ ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা ও দোয়া করা হয়েছে।

সকালে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদে জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে কৃষক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া দিনব্যাপী সংগঠনটির পক্ষ থেকে জেলার ১৩টি উপজেলায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসময় জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আসাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক বাবু দীপক দাস, প্রচার সম্পাদক এম এ আকবর খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা হায়দার চামেলি, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুনসহ সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.