স্টাফ রিপোর্টারঃ
আজ ১৫ মার্চ কৃষক হত্যা দিবস। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জে জেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লতিবাবাদ অষ্টবর্গ এলাকায় আজকের এইদিনে সার কিনতে গিয়ে বিএনপি-জামাত জোটের সরকার কর্তৃক নির্মমভাবে নিহত শহীদ কৃষক মকছু মিয়ার বাড়িতে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে মকছু মিয়াসহ ১৯৯৫ সালের মার্চ মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন শহীদ কৃষকের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাষ্টার, কামাল হোসেন, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক বাবু দীপক দাস, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক আকবর খন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুনসহ জেলা, উপজেলা ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।