কিশোরগঞ্জে ক্লিনিকে সেবা নিতে গিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে চিকিৎসা সেবা ক্লিনিকে রোগীদের টাকা, মোবাইল, চেকবই ও স্বর্নালাংকার চুরির ঘটনার প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী ও তার পরিবার। শনিবার (৫ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে, ভুক্তভোগী শাহানা বেগম বলেন, গত ১৭ ডিসেম্বর তিনি অসুস্থ হয়ে কিশোরগঞ্জ শহরের হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৩ ডিসেম্বর সকাল ৭টা ১৮ মিনিট ক্লিনিকের দায়িত্বরত নার্স রিয়া (২২) শাহানা বেগমকে ইনজেকশন দেওয়ার জন্য ডাক দেয় । এসময় তার আত্মীয় মিনা আক্তার দরজা খুলে তার কেবিনে নার্সকে ডুকতে দিয়ে ওয়াশ রুমে যায়।

শাহানা আক্তার ঘুমিয়ে থাকায় নার্স রিয়া আসার ব্যপারটি বুঝতে পারেননি। পরবর্তীতে শাহানা বেগম তার ব্যাগ ও মোবাইল না পেয়ে বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসায় নিয়োজিত ডাক্তার আতাউর রহমানকে জানিয়েও কোন ফল হয়নি।
এব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন, ডায়রির প্রেক্ষিতে পুলিশ মিঠামইন থেকে মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। অভিযুক্ত রিয়ার বাড়ি মিঠামইন বলে জানা যায়।

শাহানা আরো বলেন, ব্যাগে নগদ ত্রিশ হাজার টাকা, ০৪ ভরি স্বর্ণ ও ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখার একটি চেক বই, যাহার একাউন্ট নং – ১৮১১৮, ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখার একটি এটিএম কার্ড এবং শাহানার স্বামীর স্মার্ট কার্ডও ছিলো।

বিষয়টি নিয়ে বার বার ক্লিনিক মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। বরং থানায় অভিযোগ করার পর ০১৭১৮-৫৯১২২৩ নম্বর থেকে আতিক নামে পরিচয় দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বেশ কয়েক বার চাপ সৃষ্টি করে । উক্ত ঘটনায় নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল চুরির সাথে জড়িত এসব নার্স ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।

Share.